ভারতের লাদাখে জেন-জি বিক্ষোভ ও সহিংসতার জেরে কারফিউ জারি করেছে ভারত সরকার। যা এখনও বলবৎ আছে। ইতোমধ্যে ব্যাপক ধরপাকড়ও চালিয়েছে প্রশাসন। বিভিন্ন সন্দেহভাজনের খোঁজে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। ফলে লেহ-সহ গোটা লাদাখের পরিস্থিতি থমথমে রয়েছে।
এদিকে লাদাখের পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন সেখানকার উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্ত। ভারতের কেন্দ্রীয় সরকার লাদাখের পরিস্থিতি সামলাতে ‘বিশেষ দূত’ পাঠিয়েছে।
প্রশাসন জানিয়েছে, শুক্রবার বিকেলের পরে কারফিউ তুলে নেওয়া হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পাঠানো দল শুক্রবার সকাল থেকে দফায় দফায় লাদাখের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে । পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ‘‘লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি এখনও সম্পূর্ণ শান্ত।’ এছাড়াও আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের।
উল্লেখ্য, বুধবার রাজ্য হিসেবে মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে লেহ শহরে বিক্ষোভ শুরু হয়। এরপর তা ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে। পুলিশে সাথে সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জনের বেশি মানুষ। এছাড়াও নিরাপত্তা বাহিনী আটক করেছে ৫০ জনের বেশি মানুষকে।
তখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছিল। তবে কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি এই অগ্রগতিকে নস্যাৎ করতে চেয়েছেন।
খুলনা গেজেট/এএজে