বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির নির্বাচন নিয়ে নাটকীয়তা চরমে। গেল মাস খানেক ধরে প্রতিদিনই হয়ে আসছে নানা ইস্যু। সবশেষ নির্বাচনের তফসিল ঘোষণার পর সেটা পৌঁছেছে সিরিয়াল নাটকের দৃশ্যে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ছিল কাউন্সিলরদের উপরে প্রার্থিতার আপত্তির শুনানি। যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবাল।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরপুরে আজ তামিম জানান, ‘আমি তো ফিয়ারলেসভাবে চেষ্টা করছি। চাপ আমার উপর অনেক আছে। কালকে আমার কাউন্সিলরশিপও বাতিল হয়ে যেতে পারে। কোর্টে রিট হতে পারে, মামলাও হয়ে যেতে পারে। কেন হবে আপনারা খুব ভালো করে বুঝেন।’

সাবেক বাঁহাতি ওপেনার নিশ্চিত করেছেন, ৫-৬ বছর ধরে চট্টগ্রামের স্থানীয় শতদল ক্লাবও চালাচ্ছেন তিনি। পরে তামিম শুধু ইগো কিংবা জেতার জন্য নির্বাচন নিয়ে এমন নোংরামি না করতে আহ্বান জানান, ‘আমি সংগঠক না এটা কেউ বলতে পারবে না। দুইটা দলের কমিটিতে আছি, আরো একটা দল নিজে চালাই…।’

তিনি আরও বলেন, ‘আমার নিজেরই লজ্জা লাগছে আজ এখানে এসে ব্যাখ্যা করতে হচ্ছে। আমরা এতটা নিচে নেমে যাচ্ছি শুধু কিছু ইচ্ছে পূরণ করার জন্য। আপনারা এই পর্যায়ে নিয়ে আসছেন। আমি আবারও বলি সঠিকভাবে নির্বাচন করি, হেরে যাই, কে সভাপতি হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুধু ইগো বা জেতার জন্য এই নোংরামি কইরেন না।’

এমনটা চলতে থাকে তামিম কী নির্বাচনে অংশ নেবেন? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমি তো এখন এই জিনিসটা বলতে পারব না। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি নির্বাচন করবো কী করবো না। আমার প্রশ্ন হচ্ছে আমাকে নির্বাচন করতে দিবে কী দিবে না। এই জিনিসটাও তো আপনাকে দেখতে হবে।’

সাংবাদিকদের কাছে তামিম নিজের দাবি জানিয়ে বলেন, ‘আমি ক্লিয়ার একটা মেসেজ দিব, আমার পক্ষ হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই। সত্যের পক্ষে কথা বলেন। যেটা সঠিক ওইটা নিয়ে কথা বলেন। আমার পক্ষ নেয়ার দরকার নাই, অন্য কারও পক্ষ নেয়ার কথা নাই। যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই তুলবেন। আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনাদের।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন