বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

শ্রীলঙ্কা ম্যাচে সোহানের বাদ পড়ার কারণ জানালেন কোচ

ক্রীড়া প্রতিবেদক

পারফরম্যান্সের বিচারে দেশের অন্যতম সেরা ফিনিশার ভাবা হয় নুরুল হাসান সোহান। তবুও দলে থাকলেও একাদশে সুযোগ মেলে কালেভদ্রে। এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে নুরুল হাসান সোহানকে বাদ দেয়ার কারণ জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, সেরা কম্বিনেশন আর সেরা একাদশ সাজাতে গিয়েই আগের ম্যাচে ভালো করা অনেককে বাইরে রাখা হচ্ছে।

আফগানিস্তানের বিপক্ষে ফিনিশিংয়ে ভালো করলেও সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ পাননি সোহান। এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে কোচ সিমন্স সোহানকে ‘দুর্ভাগা’ বলে আখ্যায়িত করেন।

তিনি বলেন,‘সবারই সময় আসে। রিশাদ ভালো বল করেও একাদশের বাইরে চলে গেছে। আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নামার চেষ্টা করছি। আগের ম্যাচ ভালো করেও আপনি বাদ পড়তে পারেন কম্বিনেশনের কারণে। ব্যাপারটা কঠিন, তবে একাদশ যেন সঠিকভাবে বেছে নেওয়া হয় সেই চেষ্টা করছি।’

একাদশ নিয়ে ঝুঁকি নেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে সিমন্স জানান, তিনি কোনো ঝুঁকি দেখছেন না। বরং তার আসার পর থেকেই তারা সেরা একাদশ বেছে নেয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত সুফল পাচ্ছেন। বাংলাদেশের হেড কোচ আরও বলেন, দলের ক্রিকেটারদের স্বাধীনতা দেয়ার কারণেই টি-টোয়েন্টিতে দল ভালো করছে। এই সাফল্যকে তিনি উপভোগ করছেন।

তিনি বলেন,‘বেশ ভালো যাত্রা। ক্যাপ্টেন কীভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে এটা আমারও বড় ভূমিকা ছিল। কোচরাও কৃতিত্ব পাবে। আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছি তারা যেন মাঠে নিজেদের মেলে ধরে। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরী, সবাই যেন নিজেদের স্কিল নিজের মতো দেখাতে পারে।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরও ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকবে, সেই নিশ্চয়তা নেই। কারণ টিম ম্যানেজমেন্টের দৃষ্টি এখন সেরা কম্বিনেশনের দিকে। তার ওপর তাওহীদ হৃদয়, সাইফ হাসানরা ভালো করায় সেরা কম্বিনেশন আর সেরা একাদশ সাজাতে কোচ-ক্যাপ্টেনের কপালে চিন্তার ভাঁজও বেড়েছে। তবে তা চিন্তার হলেও, দুশ্চিন্তার নয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন