বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নগরীতে চুরি সন্দেহে পিতা-পুত্রকে মারপিট

নিজস্ব প্রতিবেদক

নগরীতে চুরি সন্দেহে পিতা-পুত্রকে মারপিট করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে হরিণটানা থানাধীন বাচ্চু মিয়ার গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪ সেপ্টেম্বর রাত ৩ টার দিকে ওই এলাকার মরিয়াম (৩০) নামের এক গৃহবধূর বাসা থেকে কিছু মালামাল চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র মরিয়ম চাল খাওয়ানোর কথা বলে সোমবার বিকেলে শাহজাহান এবং তার ছেলে ইউনুসকে বাসায় ডেকে নেয়।

পরবর্তীতে ওই এলাকার কয়েকজন স্থানীয়রা তাদের মারধর করে। একপর্যয়ে গুরুতর আহত হয়ে পড়লে তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, চুরির অভিযোগটি প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরই বাবা ছেলেকে মারধর করা হয়েছে। বিষয়টি আমরা শুনেছি। আগে আহত দু’জন সুস্থ হোক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন