বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক

অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনে ১৩ পদের বিপরীতে মোট প্রার্থী ছিল ৪৬ জন।

সকাল থেকে ভারী বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে ভোট কেন্দ্রে জড়ো হতে থাকে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিনটি কক্ষে ১৮টি বুথে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।

নির্বাচনে মোট এক হাজার ৬৫৮ জন ভোটারের মধ্যে এক হাজার ৬০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতি ছিলো ৯৬ শতাংশ।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন ছিল।

সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গ্রহণ, গণনাসহ সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন খুলনা শ্রম ও পরিচালকের দপ্তরের পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, উপ-পরিচালক ফারুক হোসেন ও মোঃ মাহবুব আলম।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনী তাফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পরিচালনা কমিটি ছিল তৎপর।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ফুলবাড়িগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ হাফিজুর রহমান।

সদস্য সচিব ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, সদস্য ইকবাল হোসেন মিজান ও মোঃ মইনুল ইসলাম।

 

খুলনা গেজেট/এমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন