বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

৭৮১ রানের ওয়ানডে ম্যাচ জিতে বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

গতকাল অস্ট্রেলিয়া নারী দলের কাছে ৪৩ রানে হেরেছে ভারত নারী দল। ম্যাচ হারলেও দুর্দান্ত লড়াই করেছে ভারতের মেয়েরা। ৪১৩ রানের লক্ষ্য তাড়ায় সাড়ে তিনশর বেশি রান করেছে হারমানপ্রীতের দল। রান বন্যার এই ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে।

আগে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার খেলতে না পারলেও অলআউট হওয়ার আগেই স্কোরবোর্ডে ৪১২ রান তুলে অস্ট্রেলিয়া। যা তাদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ।

জবাবে ভারতও রীতিমতো টর্নেডো বইয়ে দেয়। তবে তারাও ৫০ ওভার খেলার আগেই অলআউট হয়েছে ৩৬৯ রানে। দুই দল মিলিয়ে ম্যাচে মোট রান হয়েছে ৭৮১। নারী ওয়ানডে আগে কখনও এক ম্যাচে এত রান দেখেনি। এর আগে সর্বোচ্চ ৬৭৮ রান হয়েছিল ২০১৭ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে।

নারী ওয়ানডেতে এই প্রথমবার কোনো ইনিংসে চারশ রান বা তার বেশি হজম করল ভারত। অজি ব্যাটারিদের সামনে পড়লেই যেন লাইন-লেংথ হারিয়ে ফেলেন ভারতীয় বোলাররা। কারণ ভারতের বিপক্ষে আগের সর্বোচ্চ ৩৭১ রানও ছিল অস্ট্রেলিয়ার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারত করেছে ৩৬৯ রান। নারী ওয়ানডেতে দ্বিতীয় ইনিংসে আর কোনো দলই এত রান করতে পারেনি। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার। এই ভারতের বিপক্ষেই ৩২১ রান করেছিল প্রোটিয়া মেয়েরা।

ম্যাচে মোট ৯৯টি চার ও ১২টি ছক্কা হয়েছে। নারী ওয়ানডেতে দুটিই রেকর্ড। চার-ছক্কা মিলিয়ে ১১১ বাউন্ডারি। নারী ওয়ানডেতে এক ম্যাচে বাউন্ডারি একশ স্পর্শ করল এই প্রথম। এর আগে এক ম্যাচে সর্বোচ্চ চার ছিল ৮৩টি, সবচেয়ে বেশি ছক্কা ছিল ৮টি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন