জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের এবারের আসরের গ্রুপ পর্ব। আজ (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে সুপার ফোর পর্ব, যেখানে চার দলের মাঝে দুটি দল সরাসরি ফাইনালে চলে যাবে।
সুপার ফোর শুরুর আগে চলুন জেনে নেওয়া যাক সুপার ফোরের নিয়মকানুন, এই পর্বে কারা খেলবে এবং কীভাবে দলগুলো ফাইনালে উঠবে।
গ্রুপ এ ও গ্রুপ বি থেকে সেরা দুইটি করে দল সুপার ফোরে উত্তীর্ণ হয়েছে। গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে খেলবে। এটি নকআউট পর্ব নয়।
গ্রুপ পর্বের মতো সুপার ফোরেও রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা হবে। গ্রুপের চারটি দলই একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। ফলে প্রতিটি দল পাবে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ।
গ্রুপ পর্বের মতোই সুপার ফোরে প্রতিটি জয়ের জন্য দুই পয়েন্ট দেওয়া হবে। ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দল এক পয়েন্ট করে পাবে। আর হারলে স্বাভাবিকভাবেই কোনো পয়েন্ট নেই।
সব দলের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। পয়েন্ট সমান হলে নেট রান রেট দিয়ে দলের অবস্থান নির্ধারণ করা হবে।
সুপার ফোরের ম্যাচগুলো দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এছাড়া রোববার (২১ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যাচে লড়বে ভারত ও পাকিস্তান। চার দলের লড়াই শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে।
খুলনা গেজেট/এমআর