চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হয়েছে শুক্রবার। এরপর কোনো বিরতি ছাড়াই আজ শনিবার থেকে শেষ চারের লড়াই শুরু হবে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চারদল।
‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে খেলবে তা জানতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যেখানে হেরে বিদায় নিশ্চিত করেছে আফগানরা। আফগানদের বিদায়ের পাশাপাশি ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে। এর আগেরদিনই নিশ্চিত হয়ে যায় ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা দল। এই গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তান সুপার ফোরে উঠেছে।
এশিয়া কাপের সূচি : আজ থেকে শুরু হচ্ছে সুপার ফোরের খেলা। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। রবিবার (২১ সেপ্টেম্বর) একই ভেন্যুতে ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। একদিন বিরতির পর ২৩ সেপ্টেম্বর আবুধাবিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। পরবর্তী ম্যাচ হবে দুবাইয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে।
২৫ সেপ্টেম্বর একই ভেন্যুতে বাংলাদেশ-পাকিস্তান সবশেষ ২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে সুপার ফোর শেষ হবে। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বাড়তি সুবিধা পাচ্ছে ভারত : সুপার ফোরের সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, চার দলের মধ্যে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। প্রতিটি ম্যাচেই বিরতি নিয়ে খেলবে তারা। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর তাদের পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর। অর্থাৎ, দুইদিনের বিরতি পাচ্ছে তারা। ২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগেও এক দিনের বিরতি পাবে ভারত। তাদের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফলে ভ্রমণ ঝক্কিও পোহাতে হবে না তাদের। একই সঙ্গে একই ভেন্যুতে খেলা হওয়ায় উইকেটের আচরণ নিয়েও বেশি চিন্তা করতে হবে না। বাকি দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে ভারতের মতো দুই দিনের বিরতি পেলেও দ্বিতীয় ম্যাচটি তাদের খেলতে হবে আবুধাবিতে গিয়ে। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান। ফলে, তাদের ক্ষেত্রে ভ্রমণ ঝক্কির একটা ব্যাপার থেকে যাচ্ছে। এদিকে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচের মধ্যে তিন দিনের বিরতি পেলেও তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে হবে ২৫ সেপ্টেম্বর। ভারতের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটি এমন হয়নি।
পিসিবিকে সতর্ক করল আইসিসি : পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত ম্যাচ শুরুর আগে এই বিষয়ে আইসিসি সরাসরি ই-মেইল পাঠিয়ে পিসিবিকে সতর্ক করে দিয়েছে। ই-মেইলে আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত স্পষ্টভাবে লিখেছেন, ম্যাচ ডে-তে পিসিবি একাধিকবার নিয়ম ভেঙেছে। সেই ইমেইলে তিনটি বিষয় জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বনাম পাকিস্তান ম্যাচকে বিলম্বিত করা, ম্যাচ রেফারির ভিডিও প্রকাশ করে দেওয়া এবং সরকারি বিবৃতিতে মিথ্যাচার করা। প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়াল এরিনায় (পিএমওএ) অন্যায্যভাবে প্রবেশ ঘটানো।
খুলনা গেজেট/এমএম