পারিবারিক কলহের জের ধরে নগরীতে ছোট ভাইয়ের দায়ের আঘাতে বড় ভাই শাহাদাত হোসেন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে খুলনা সদর থানাধীন বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
আহত শাহাদাত হোসেন ওই এলাকার মোজাফ্ফর হোসেনের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ছোট ভাই মো. তাহাজ্জত হোসেন অপু ধারালো দা দিয়ে বড় ভাই শাহাদাতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার দু’হাতের কব্জি জখম হয়। ঘটনার পর ছোট ভাই পালিয়ে যায়।
আহত শাহাদাতকে দ্রুত উদ্ধার করে পরিবারের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুর ১২টার দিকে তাকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে ছোট ভাই তাহাজ্জত হোসেন অপুকে খুঁজে পাওয়া যায়নি। আহত শাহাদত হাসপাতাল থেকে মামলা দায়ের করার পর পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এমআর