বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল বিকালে

নিজস্ব প্রতিবেদক

সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আজ শুক্রবার বিকাল ৪ টায় নগরীর বায়তুন নূর মসজিদ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় এক প্রস্তুতি সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারী মুফতী ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন দলের মহানগর সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মুফতী ইসহাক ফরিদী, মেহেদী হাসান সৈকত, ফেরদৌস গাজী সুমন, এইচএম খালিদ সাইফুল্লাহ, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, পলাশ শিকদার, মোঃ আব্দুর রশিদ, মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, মোঃ সাব্বির আহমেদ প্রমুখ।

সভায় বিক্ষোভ মিছিল সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয় এবং সর্বস্তরের তৌহিদি জনতাকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান হয়।

 

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন