বাংলাদেশী আমিরাত প্রবাসী জিতেছেন লাখ দিরহামের লটারি

ফরহাদ হুসাইন, আরব আমিরাত থেকে

কথায় আছে কপাল খুলতে নাকি সময় লাগে না, সে কথাই যেন সত্যি হলো, মুহূর্তে বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য।

দেশটির শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালিত শুল্কমুক্ত ‘বিগ টিকেট’ লটারির ই-ড্রতে বাংলাদেশি প্রবাসী পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ রাশেদ (৪৯) এক লাখ দিরহাম যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৪ লাখ টাকা জিতেছেন। আবুধাবি বিগ টিকেটের ২৭৮ সিরিজের ই-ড্রতে তিনি বিজয়ী হন।

দুবাইয়ে বসবাসকারী এই বাংলাদেশি বিগত ১৯ বছর যাবত একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। তিনি টিকটক সামাজিক মাধ্যমে বিগ টিকেট সম্পর্কে অবহিত হন এবং এ ব্যাপারে তার আগ্রহ জন্মে এবং তিনি তাঁর বন্ধুদের একটি গ্রূপের সাথে বিগ টিকেটের কূপন কিনতে থাকেন।

তিনি ছাড়াও আরও ছয় ভাগ্যবান মোট ৬ লাখ দিরহামের এই লটারি জেতেন।

রাশেদ মিডিয়া কর্মীদের জানিয়েছেন, তিনি লটারিতে বিজয়ী হওয়ার সংবাদে যারপরনাই উদ্বেলিত যদিও প্রাপ্ত অর্থ কি কাজে লাগাবেন সে সিদ্ধান্ত নেননি। তবে অবশ্যই এ অর্থ দিয়ে প্রথমে তিনি তার ব্যক্তিগত ঋণ শোধ করবেন।

বিগ টিকিট’ লটারি র‌্যাফেল আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয়। লটারিতে মিলিয়ন দিরহামের সঙ্গে স্বপ্নের গাড়ি যেমন ল্যান্ড রোভারস, বিএমডাব্লিউ এবং করভেটস জেতার সুযোগ থাকে। প্রতি মাসে লটারির মেগা ড্র অনুষ্ঠিত হয়।এছাড়া ই ড্র সহ বিভিন্ন পুরস্কার অনলাইন কিংবা আবুধাবির নির্ধারিত কিছু স্থান থেকে টিকিট সংগ্রহ করা যায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন