খুলনার দৌলতপুর মধ্যপাবলার বাসিন্দা এসপি শফিউল্লার ভাই শামীম শেখের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পরপরই তাকে এলাকায় না এনে হাসপাতাল থেকে দেশের বাড়ি গোপালগঞ্জে নেওয়া হয়। সেখানে তাকে দাফন করা হয়। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ৬ টার দিকে শামীম শেখ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ৮ টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে উপস্থিত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে মরদেহ বাড়ি না এনে সেখান থেকে দেশের বাড়ি গোপালগঞ্জে নেওয়া হয় এবং সেখানে দাফন করা হয়। বিষয়টি সন্দেহজনক বলে এলাকাবাসী মনে করেন।
এদিকে হাসপাতালে বহনকারী শামীম হাওলাদারের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করা হলে ফোনটি তিনি না ধরে স্ত্রী রিসিভ করেন। শামীম শেখের মৃত্যুর বিষয়টি জানাতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, এ ব্যাপারে তারা অবগত নয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মো. তাজুল ইসলাম বলেন, শামীম শেখের মৃত্যুর বিষয়টি শুনেছি। এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়। কিন্তু সেখান থেকে জানানো হয় তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকরা তার মৃত্যুকে নরমাল বলেছেন। তার বাসায় কোন মানুষ নেই। আশপাশের লোকজনের কাছ থেকে এ ব্যাপারে তথ্য নেওয়ার চেষ্টা করছি। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য চেষ্টা করা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম