দৈনিক খুলনা গেজেট পত্রিকার স্টাফ রিপোর্টার ও ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে অফিস শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি আহত হন।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি।
তার আশু সুস্থতা কামনা করেছেন খুলনা গেজেটের সম্পাদক ও প্রকাশক মো. মাহমুদ আহসানসহ গেজেট পরিবারের সদস্যরা।
খুলনা গেজেট/এনএম