পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর মাঝে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। বাকি তিনটি ম্যাচই জিতেছে বৃষ্টি। অর্থাৎ ম্যাচগুলো বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে সমতায় শেষ হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশের যুবাদের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
প্রথম ম্যাচে ৮৭ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচে হেরে যায় জুনিয়র টাইগাররা। ম্যাচটি বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে এসেছিল। তখনই সিরিজে আসে ১-১ সমতা। তৃতীয় ম্যাচের দৈর্ঘ্য আরো কমে যায়, নেমে আসে ২৩ ওভারে। বাংলাদেশ ব্যাট করতে পারলেও ইংল্যান্ড আর ব্যাট করতে নামতে পারেনি। বৃষ্টির কারণে কোনো ফলাফল ছাড়াই শেষ হয় ম্যাচ।
সিরিজের চতুর্থ ম্যাচেও একই অবস্থা হয়। এই ম্যাচ কমে দাঁড়িয়েছিল ৪৫ ওভার। ইংল্যান্ড ব্যাট করতে পারলেও বাংলাদেশ ওইদিন বৃষ্টির জন্য আর ব্যাট করতে পারেনি। ফলে সেই ম্যাচও পরিত্যক্ত হয়।
রোববার (১৪ সেপ্টেম্বর) ছিল সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচটিও গেছে বৃষ্টির পেটে। আজ মাঠে গড়ায়নি কোনো বল। ভারী বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ১-১ সমতা নিয়েই শেষ হলো সিরিজ।
খুলনা গেজেট/এএজে