দাম নিম্নমুখী হলেও সবজির বাজারে অস্বস্তি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বরের শুরু থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। বিশেষ করে ফুলকপি ও সীম। আমদানি বেশি না হলেও নিয়মিত বাজারে সরবরাহ রয়েছে, তবে দাম কিছুটা চড়া। পাশাপাশি অন্যান্য সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় কেজি প্রতি ১০-২০ করে কমেছে। কমেছে কাঁচাঝাল ও রসুনের দাম। স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার। এ চিত্র গতকাল নিউমার্কেটের কাঁচাবাজার ও সন্ধ্যা বাজারের।

সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, প্রতি কেজি বেগুন গতসপ্তাহে ১২০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও গতকালের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা, বরবটি ৮০ টাকার পরিবর্তে ৭০ টাকা, চিচিঙ্গা ৪০-৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা, ঝিঙে ৭০-৮০ টাকার স্থলে ৬০-৭০ টাকা, ধুন্দুল ৬০-৭০ টাকার স্থলে ৪০-৬০ টাকা, পেঁপে ৫০ টাকার পরিবর্তে ৩০-৪০ টাকা। সীম ২০০ টাকার পরিবর্তে ১৪০-১৫০ টাকা। কাঁকরোল ৮০-৯০ টাকার স্থলে ৮০ টাকা, ফুলকপি ১৮০ টাকার স্থলে ২৪০-২৮০ টাকা, বাঁধাকপি ১০০ টাকার পরিবর্তে ১০০-১২০ টাকা, উচ্ছে ৮০ টাকার পরিবর্তে ৬০-৭০ টাকা, পটল ৬০-৭০ টাকার স্থলে ৬০ টাকা, ঢ্যাঁড়স ৭০-৮০ টাকার স্থলে ৬০-৭০ টাকা, টমেটো ১৪০-১৬০ টাকা পরিবর্তে ১২০-১৩০ টাকা, মিষ্টি কুমড়া ৪০-৬০ টাকার পরিবর্তে ৫০ টাকা, ওল ১০০ টাকা, যা অপরিবর্তিত রয়েফে, আলু ২৫ টাকা, একই দামে বিক্রি হচ্ছে। প্রকার ভেদে লাউ ৬০-৭০ টাকার স্থলে ৫০-৬০ টাকা, পেঁয়াজ ৭৫-৮০ টাকা অর্থাৎ দাম অপরিবর্তিত আছে। কমেছে রসুনের দাম, গত সপ্তাহে প্রতি কেজি আমদানিকৃত রসুনের দাম ছিল ২০০ টাকা, এ সপ্তাহে ১৭০ টাকা। কাঁচাঝাল ১৮০-২০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২০০-২২০ টাকা।

প্রকারভেদে তেলাপিয়া ১৮০-২২০ টাকা। পাঙ্গাস ২০০ টাকা। আকারভেদে রুই, কাতলা মৃগেল ও কালি বাউস ২৯০-৪৫০ টাকা। শিং মাছ ৪৫০-৫৫০ টাকা। আকার ভেদে চিংড়ি মাছ ৬৫০-৭০০ টাকা। এক কেজি সাইজের ভেটকি ৬৫০ টাকা। মাঝারি সাইজের টেংরা ৬০০-৬৫০ টাকা। বড় সাইজের পারশে মাছ ৮শ’-১ হাজার টাকা। রুপচাঁদা ৯০০ টাকা। ৪০০-৪৫০ গ্রামের প্রতি কেজি ইলিশের দাম ১৩শ’ ০০ টাকা, ১ কেজি থেকে কেজির উপরে ২৩০০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৭০ টাকা। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা।

ময়লাপোতা সন্ধ্যা বাজারের ক্রেতা আসাদ বলেন, বাজারে সবজি পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে। গত সপ্তাহ থেকে দাম কম। তবে বাজারে চড়া মূল্যের কারণে সবজি কম কিনেছি।

নিউমার্কেট কাঁচা বাজারের ক্রেতা জাকির হোসেন পেশায় চাকরিজীবী। তিনি বলেন, “কিছু সবজির দাম বেশি এবং কিছু সবজির দাম কম। সিজনাল কারণে এরকমটা হয়েছে বলে মনে হয়। এমন অবস্থায় বাজার করতে আমাদের সমস্যা হচ্ছে।”

ময়লাপোতা বাজারের খুচরা বিক্রেতা জাহিদ, নিউমার্কেটের তাপস ও কবিতা খুলনা গেজেটকে জানান, বাজারে সবজি আমদানি বেশি থাকায় এ সপ্তাহে দাম কম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন