খুলনা নগরীকে যানজটমুক্ত, ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেএমপি’র সামনে (গ্লাক্সোর মোড়) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এর আয়োজক। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয় হোটেল গোল্ডেন কিং- এ সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বলা হয় অতিরিক্ত যানবান চলাচল করায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনমান ব্যাহত হচ্ছে।
কুয়েটের সহকারী অধ্যাপক শারফান উপল- এর রৈখিক খুলনা ও নগর যানজট: ইজিবাইকের প্রভাব করণীয় শীর্ষক প্রবন্ধের উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, নগরীর শীববাড়ি, পিকচার প্যালেস, গল্লামারী, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, দৌলতপুর মোড় ও ফুলবাড়িগেট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রীদের ওঠানামা ও পার্কিং-এর জন্য পাঁচ মিনিট এর স্থলে আধাঘণ্টা সময় ব্যয় হচ্ছে। এ প্রবন্ধে তিনি উল্লেখ করেন ২০২০ সালে কেসিসি আট হাজার যানবাহনের লাইসেন্স দেয়। ২০২৩ সালে নগরীতে নিবন্ধীত থ্রীহুইলার ও অটোরিক্সার সংখ্যা ছিল ২৫৯০। ২০২৪ সালে নবায়িত লাইসেন্সের সংখ্যা ৬৮৯০। এখন নগরীতে অর্ধলাখ ইজিবাইক চলাচল করছে। অনুমোদনহীন, ভুয়া স্টিকার ও নকল কাগজে চলা এই ইজিবাইকসহ ও এর চালকেরা উভয়েই নগর যানবাহন ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। যানজটমুক্ত করতে দলমত নির্বিশেষে সবাইকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও নাগরিক নেতা সরদার আবু তাহের।
আলোচনা অংশ নেন শেখ জাহিদুল ইসলাম, এস এম আবু হারুনার রশিদ, সিরাজউদ্দিন সেন্টু, প্রাণী প্রেমিক এস এম সোহরাব হোসেন, শেখ আইনুল হক, মানবাধিকার কর্মী মো. জামাল মোড়ল, এ্যাড. আলমগীর হোসেন খান, ক্রীড়া সংগঠক জিএম রেজাউল ইসলাম, এম এম হাসান, মো. দাউদ ইসলাম।
উপস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।
খুলনা গেজেট/এএজে