কপিলমুনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মুস্তাফিজুর রহমান (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পাইকগাছা উপজেলার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মুস্তাফিজুর রহমান উপজেলার বিরাশী ভেদামারি মোড় এলাকার মফিজুল ইসলামের ছেলে এবং হাবিবনগর ফাজেল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর সে মোটরসাইকেল যোগে কপিলমুনি বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় স্কুল এলাকায় মোড় ক্রস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় সে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। তার অবস্থা গুরুতর দেখে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মুস্তাফিজুর রহমান মারা যান।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নাই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন