শুরুতে উইকেট নিলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক

হংকং-এর বিপক্ষে এশিয়া কাপ টি-২০তে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে হংকং শিবিরে প্রথম ধাক্কা দিয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

হংকং ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন জিসান আলী ও বাবার হায়াত। আউট হওয়া আংশুমান ৪ রান যোগ করেন।

টস জিতে বোলিং নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক লিটন জানান, উইকেট কেমন আচরণ করবে পরিষ্কার ধারণা না থাকায় শুরুতে বোলিং করছেন তারা। তিন পেসার, দুই স্পিনার এবং ছয় ব্যাটার নিয়ে খেলছেন তারা।

ওই তিন পেসার হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার শেখ মাহেদী।

বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

হংকং একাদশ: জিসান আলী, আংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মর্তুজা, আইজাজ খান, এসান খান, আয়ূশ শুকলা, আতিক ইকবাল।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন