এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ভারত। এ ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।
ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে মাত্র একবারই ভারতের মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাত। ২০১৬ সালে অনুষ্ঠিত সে ম্যাচে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া। বুধবার (১০ সেপ্টেম্বর) দ্বিতীয়বারের মতো মাঠে নামছে এই দুই দল।
শুধু এশিয়া কাপই নয়, যে কোনো টুর্নামেন্টেই ভারত ফেবারিট। এবারের যে প্রেক্ষাপটে এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে, তাতে ভারতীয় দলের সামনে দাঁড়ানোর মত কোনো দল আপাতত নেই। সেখানে আমিরাত কতটুকু লড়াই করতে পারে, তাই এখন দেখার অপেক্ষা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে হতে পারে যেকোনো কিছুই।
বর্তমান টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এই দলটির বিপক্ষে অঘটন ঘটানোর স্বপ্ন আরব আমিরাতের। দলটির ভরসার নাম লালচাঁদ রাজপুত। ভারতেরই সাবেক কোচ, যিনি ২০০৭ সালে ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন। এবার তার কৌশলেই ভারতকে হারানোর স্বপ্ন দেখছে আমিরাতের ক্রিকেটাররা।
ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও ভরুন চক্রবর্তী।
আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, আসিফ খান, হার্শিত কৌশিক, ধ্রুব পারাশার, হায়দার আলি, মুহাম্মদ রোহিদ খান, জুনাইদ সিদ্দিকী ও সিমরনজিৎ সিং।
খুলনা গেজেট/এএজে