গত কয়েক বছরে এসিসি কিংবা আইসিসির সবগুলো ইভেন্টেই বেশ সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে বারাবরই ব্যর্থ হয়েছে, প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেনি টাইগাররা। আরও একবার বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল এখন আরব আমিরাতে।
আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির রান স্কোরিং কর্মশালায় উপস্থিত হয়ে তিনি এশিয়া কাপ নিয়ে কথা বলেন।
এশিয়া কাপে ভালো করতে বাংলাদেশের কী দরকার? এমন প্রশ্নের উত্তরে বুলবুল বলেন, এই ফরম্যাটের খেলায় ব্যাটিং-বোলিং সব দলই প্রায় একই রকম করে। কিন্তু পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিং। যদি আমরা রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে ১০ রান বেশি করতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।
বাংলাদেশের তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে বুলবুল বলেন, ওদের ভেন্যুই আরব আমিরাত। কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজাহ। তাই হোম অ্যাডভান্টেজ পেতে পারে। তবু আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আমি নিশ্চিত তারা তাদের সর্বস্ব দিলে ভালো করতে পারবে, ইনশাআল্লাহ্।
‘আমি আশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই ফরম্যাটে ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমি এই দলের ওপর খুব আত্মবিশ্বাসী।’-যোগ করেন।
খুলনা গেজেট/এএজে