নেপালের প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন প্রেসিডেন্টও

আন্তর্জাতিক ডেস্ক

এবার নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল পদত্যাগ করেছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ করার কয়েক ঘণ্টা পরই দেশটির প্রেসিডেন্ট পদত্যাগ করলেন। বিক্ষোভের মুখে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন তিনি।

তিনি একজন নেপালি রাজনীতিবিদ এবং তৃতীয় নির্বাচিত প্রেসিডেন্ট । তিনি প্রতিনিধি সভার সভাধ্যক্ষ, উপ-প্রধানমন্ত্রী এবং নেপাল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। পৌডেল ৬ অক্টোবর ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করছেন। মঙ্গলবার দুপুরে তিনি পদত্যাগ করেন। নেপালে তরুণদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় দু’দিনেই বহু হতাহতের ঘটনা ঘটেছে।

কেপি শর্মা অলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালান বিক্ষোভকারীরা। ঘটেছে অগ্নি সংযোগের ঘটনাও।

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগের পর মঙ্গলবার কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী রাম নাথ অধিকারী এবং পানি সরবরাহ মন্ত্রী প্রদীপ ইয়াদবও পদত্যাগপত্র জমা দেন।

বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ অব্যাহত থাকে। সামাজিকমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরেও বিক্ষোভ থামেনি বরং এর তীব্রতা বাড়ে যায়।

এই পরিস্থিতিতে দেশ ছাড়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন