নেপালে টানা বিক্ষোভের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে সেখানে একটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন জেন জি প্রজন্মের তরুণ বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট প্রাঙ্গণ থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গণের ভবনে আগুন ধরালেও, মূল পার্লামেন্ট ভবন অক্ষত রয়েছে।
ঘটনার কয়েক মিনিট আগে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তার আগে বিক্ষোভকারীরা অলির ভক্তপুরের বাসভবনসহ কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে আগুন দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারো বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে পার্লামেন্ট চত্বরে ঢুকে পড়ে। তারা ধূসর ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন ভবনে ভাঙচুর চালায়। খবর হিন্দুস্তান টাইমসের।
বিক্ষোভকারীরা সিংহ দরবার প্রাঙ্গণের পশ্চিম ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ফটকেও আগুন ধরিয়ে দেয়। সিংহ দরবার হলো নেপালের কেন্দ্রীয় প্রশাসনিক কমপ্লেক্স। এই সহিংস আন্দোলনের সূত্রপাত হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তকে ঘিরে, যদিও পরবর্তীতে সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। তবুও ক্ষোভ প্রশমিত হয়নি, বরং সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে।
খুলনা গেজেট/এএজে