এশিয়া কাপের পরিবর্তিত সূচি, কবে কখন কার খেলা

ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাথায় রেখে এবারের টুর্নামেন্ট হবে ২০ ওভারের ফরম্যাটে। যাতে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে পারে অংশগ্রহণকারী দলগুলো। স্বাভাবিকভাবেই এশিয়ার দলগুলোর কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সেরা মঞ্চ এশিয়া কাপ।

এর আগে ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। দু’বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হয় এশিয়া কাপ। এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি (পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং ২০২৪ সালে এসিসি প্রিমিয়ার কাপে শীর্ষ তিনের মধ্যে থাকা- স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং। অংশ নেওয়া ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপ মাতাবে।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি :

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

গ্রুপ ‘বি’ : বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং

এশিয়া কাপের সূচি :

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর : আফগানিস্তান-হংকং, রাত ৮:৩০, আবু ধাবি

১০ সেপ্টেম্বর : ভারত-আরব আমিরাত, রাত ৮:৩০, দুবাই

১১ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং, রাত ৮:৩০, আবু ধাবি

১২ সেপ্টেম্বর : পাকিস্তান-ওমান, রাত ৮:৩০, দুবাই

১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা, রাত ৮:৩০, আবু ধাবি

১৪ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান, রাত ৮:৩০, দুবাই

১৫ সেপ্টেম্বর : আরব আমিরাত-ওমান, সন্ধ্যা ৬টা, আবু ধাবি

১৫ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-হংকং, রাত ৮:৩০, দুবাই

১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, রাত ৮:৩০, আবু ধাবি

১৭ সেপ্টেম্বর : পাকিস্তান-আরব আমিরাত, রাত ৮:৩০, দুবাই

১৮ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-আফগানিস্তান, রাত ৮:৩০, আবু ধাবি

১৯ সেপ্টেম্বর : ভারত-ওমান, রাত ৮:৩০, আবু ধাবি

সুপার ফোর পর্ব :

২০ সেপ্টেম্বর : বি১-বি২, রাত ৮:৩০, দুবাই

২১ সেপ্টেম্বর : এ১-এ২, রাত ৮:৩০, দুবাই

২৩ সেপ্টেম্বর : এ২-বি১, রাত ৮:৩০, আবু ধাবি

২৪ সেপ্টেম্বর : এ১-বি২, রাত ৮:৩০, দুবাই

২৫ সেপ্টেম্বর : এ২-বি২, রাত ৮:৩০, দুবাই

২৬ সেপ্টেম্বর : এ১-বি১, রাত ৮:৩০, দুবাই

ফাইনাল

২৮ সেপ্টেম্বর : ফাইনাল, রাত ৮:৩০, দুবাই

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন