বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ইয়েমেন ম্যাচ বাংলাদেশ অধিনায়কের কাছে ‘ডু অর ডাই’

ক্রীড়া প্রতিবেদক

এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপের বাছাইয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে। বাছাইয়ের গন্ডি পেরিয়ে মূল পর্বে খেলতে হলে আগামীকাল জয়ের বিকল্প নেই বাংলাদেশ অ-২৩ দলের সামনে। তাই বাংলাদেশ দলের অধিনায়ক শেখ মোরসালিন কাল ইয়েমেন ম্যাচকে ডু অর ডাই বলেছেন।

অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিুট অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। টিম ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, তার রক্তের প্লাটিলেট কম ছিল। তবে এখন অবস্থা অনেকটা স্বাভাবিক পর্যায়ে। আগামীকাল হাসপাতালে থেকে হোটেলে ফিরতে পারলেও ডাগ আউটে দাড়াতে পারবেন না। সহকারী কোচ হাসান আল মামুনকেই দল সামলাতে হবে।

সাইফুল বারী টিটু কাগজে-কলমে হেড কোচ হলেও মূলত দলটি পরিচালনা করছেন হাসান আল মামুনই। কারণ এই দলের মূল চাবিকাঠি স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার হাতেই। তার নির্দেশনাই অনুসরণ করেন হাসান আল মামুন।

প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে আগামীকাল জয়ের প্রত্যাশা তার, প্রথম ম্যাচটা আশা অনুপাতে ভালো হয়নি। স্বাভাবিক খেলা খেলতে পারিনি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততে হবে। আগামীকাল তিন পয়েন্টের জন্য নামব। ইয়েমেনের দুর্বল ও শক্তিশালী দিক নিয়ে কাজ হয়েছে। ছেলেরা কালকের জন্য প্রস্তুত।

বাংলাদেশ প্রথম ম্যাচ হেরে ইতোমধ্যে টেবিলের তলানিতে। আগামীকালের ম্যাচে হারলে আর গ্রুপ রানার্স আপ হওয়ার সুযোগ থাকবে না। এই গ্রুপে রানার্স আপ হতে হলে অন্তত আগামীকাল জিততেই হবে।

তাই কালকের ম্যাচটি ডু অর ডাই বাংলাদেশ অ-২৩ দলের অধিনায়ক শেখ মোরসালিনের কাছে, আসলে আমাদের প্রথম ম্যাচ প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। আমি মনে করি আসলে ডু অর ডাই কালকের ম্যাচ। আমাদের জিততে হবে যেভাবেই হোক। কালকের ম্যাচে নেগেটিভ কিছু হলে… আমাদের আরেকটি ম্যাচ আছে। এরপরও কালকের ম্যাচ জিততে হবে,কমিটমেন্ট একটাই।

বাংলাদেশকে শুধু গ্রুপের রানার্স আপ হলেই হবে না। অন্য এগারো গ্রুপের রানার্স আপ দলগুলোর মধ্যে সেরা চারে থাকতে হবে। কারণ এগারো গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ আগামী বছর মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এবার মূল পর্বে খেলার লক্ষ্যে এক মাসের লম্বা প্রস্তুতি নিয়েছে। বাহরাইনে দুই সপ্তাহের অনুশীলন ও দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সিনিয়র জাতীয় দলের মোরসালিন, আল আমিন, ফাহমিদুল, শ্রাবণের মতো ফুটবলারকে অ-২৩ দলে রাখা হয়েছে। পাশাপাশি জায়ান, তানিল, কিউবা মিচেলের মতো প্রতিভাবান প্রবাসী ফুটবলারও দলে থাকায় আশা খানিকটা বেড়েছে।

ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। আগামীকাল ম্যাচে তার খেলার কথা রয়েছে। ফলে কোচকে একাদশে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশ সময় বিকেল তিনটায় ম্যাচটি শুরু হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন