নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন এজোদামে- এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সকে এয়ার কমোডর এজোদামে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোর্নোর সাম্বিসা জেলায় সন্ত্রাসীদের গোপন আস্তানগুলোকে লক্ষ্য করে গতকাল বুধবার অভিযান পরিচালনা করে নাইজেরিয়ার বিমান বাহিনী। সেই অভিযানে ১৫ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন, পাশাপাশি ধ্বংস করা হয়েছে সন্ত্রাসীদের প্রধান ও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা।

এয়ার কমোডর এজোদামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ করেননি, তবে সাম্বিসা জেলাটি দীর্ঘদিন ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং এর শাখা গোষ্ঠী ইসওয়াপের গুরুত্বপূর্ণ ঘাঁটি এলাকা।

এদিকে নাইজেরিয়ার সেনবাহিনীর জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বোর্নো’র গুবিও জেলায় গুবিও-দামাসক সড়কে একটি ত্রাণবাহী গাড়ি লুট করার পরিকল্পনা করেছিল বোকো হারামের সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা কর্মকর্তা ও সদস্যরা আগেই ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের বন্দুকযুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ১৩ জন নিহত হয়েছে।

প্রসঙ্গত, ভৌগলিক আয়তন ও জনসংখ্যার বিচারে পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া বনজ এবং খনিজ সম্পদে খুবই সমৃদ্ধ। তবে গত ১৬ বছর ধরে দেশটির সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের হাতে বিপর্যস্ত হচ্ছে।

নাইজেরিয়ার প্রধান সন্ত্রাসী গোষ্ঠীর নাম বোকো হারাম। অন্যান্য যেসব সন্ত্রাসী গোষ্ঠী সেখানে সক্রিয়, সেগুলোও সব বোকো হারামের শাখা। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দাপন্থি বোকো হারামে গত ১৬ বছর ধরে নাইজেরিয়ার বোর্নোসহ বিভিন্ন প্রদেশে হত্যা, লুটপাট, ধর্ষণ, বোমা হমলা, অপরহণ করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। তাদের এসব অপরাধে নাইজেরিয়ার সাধারণ জনগণ রীতিমতো অতীষ্ঠ।

বোকো হারামকে নির্মূল করতে চলতি ২০২৫ জালের জানুয়ারি থেকে সেনা অভিযান শুরু হয়েছে নাইজেরিয়ায়। সেনাবাহিনী হিসেব অনুযায়ী, গত আট মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৫৯২ জন সন্ত্রাসী।

সূত্র : রয়টার্স

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন