কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাষের গরুসহ কৃষকের মৃত্যু, আহত ১

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার কুটির মাঠে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন। এ সময় চাষের গরুটিও মারা যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ই সেপ্টেম্বর) সকালে।

নিহত কৃষকের নাম শাহাদাৎ হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

আহত হয়েছেন কৃষক ইকতার হোসেন (৩৫)। তিনি মৃত খেজের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শাহাদাৎ ও ইকতার মিলে লাঙ্গল-জোয়াল দিয়ে বাদামের জমি চাষ করতে যান। আইল ঘোরার সময় পাশের ড্রাগন বাগানে প্রবেশ ঠেকাতে বিদ্যুতায়িত করা চিকন জি-আই তারে প্রথমে গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। পরে ইকতার গরু তুলতে গেলে তিনিও ছিটকে পড়ে আহত হন। এরপর জমির মালিক শাহাদাৎ হোসেন গরু তুলতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়রা আহত ইকতারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, ইকতার বিদ্যুতায়িত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তার শারীরিক অবস্থা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, ড্রাগন বাগানে শিয়াল ঠেকানোর নামে বিদ্যুতায়িত ব্যবস্থা নেওয়া হলেও কোন সতর্কতামূলক ব্যবস্থা নেই। এমনকি আলাদা বিদ্যুৎ সংযোগও ব্যবহার করা হয়নি, সেচ পাম্পের সংযোগ থেকেই বিদ্যুতায়িত করা হয়। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

কোটচাঁদপুর বিদ্যুৎ অফিসের এজিএম রাকিবুজ্জামান জানান, বাগানের ফসল বৃদ্ধির জন্য বিদ্যুতায়িত করার অনুমতি থাকলেও মাঠে চিকন তার দিয়ে বিদ্যুতায়িত করা সম্পূর্ণ অপরাধ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিদ্যুতের যত্রতত্র ব্যবহারে এভাবেই প্রাণহানি ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন