গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহি আপন দুই ভাই রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭) নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)। নিহত দুই ভাই ঔষধের ব্যবসা করেন।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা শহরের নিজেদের ঔষধের দোকান থেকে ছোট ভাই দুলালকে নিয়ে বড় ভাই রুহুল আমিন মোটর সাইকেলে করে নিজ বাড়ী খাগাইল গ্রামে যাচ্ছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে আরোহী ছোট ভাই দুলাল আমিন ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক আহত বড় ভাই মোটর সাইকেল চালক রুহুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবেন।
খুলনা গেজেট/এনএম