আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি– টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তী দুই ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে।
আজ শনিবার সিলেটে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই লড়াইয়ের আগে গতকাল মাঠেই উন্মোচন করা হয় সিরিজের ট্রফি। এই ট্রফির জন্যই আগামী তিন ম্যাচে লড়াই করবে দুই দল। এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। তাদের বিপক্ষে এর আগে পাঁচ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ হেরেছে কেবল একটিতেই। শক্তিমত্তায় ডাচরা স্বাভাবিকভাবেই পিছিয়ে।
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।
খুলনা গেজেট/এমএম