ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) বড়সর পরিবর্তনের ইঙ্গিত। বিসিসিআইয়ের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন রজার বিনি। তার জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাজীব শুক্লা।
বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও দৈনিক জাগরনের প্রকাশিত একটি রিপোর্টে এমনটা দাবি করা হয়েছে।
বুধবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়েই এমন সিদ্ধান্ত হয়েছে বলে দাবি দৈনিক জাগরনের।
রিপোর্ট বলছে, গত বুধবার ড্রিম ১- এর সঙ্গে চুক্তি বাতিল এবং পরবর্তী স্পন্সর নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়েছিল অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। ড্রিম ইলেভেন সরে যাওয়ার পর বোর্ড এখন নতুন স্পন্সরের খোঁজে রয়েছে।
একাধিক সংস্থা আগ্রহ প্রকাশ করলেও এখনও বোর্ড কাউকে চূড়ান্ত করেনি। বোর্ড চাইছে আগামী আড়াই বছরের জন্য কোনও সংস্থাকে স্পন্সর করতে। যেহেতু সামনে এশিয়া কাপ রয়েছে তাই তার আগে দ্রুততার সঙ্গে নতুন সংস্থাকে খুঁজছে বোর্ড।
স্পন্সর নিয়ে বৈঠকেই ওঠে রজার বিনির বয়সের প্রসঙ্গ। এরপরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।এরপরেই রাজীব শুক্লা বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান অনুযায়ী, ৭০ বছর বয়সের পর কোনও কর্মকর্তাই বিসিসিআইয়ের পদে বহাল থাকতে পারেন না।
এদিকে, রজার বিনির বয়স ৭০ ছাড়িয়েছে। এমতাবস্থায়, তাকে সরিয়ে আগামী কয়েক মাসের জন্য রাজীব শুক্লাকেই বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
খুলনা গেজেট/এসএস