Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

শোষণ থেকে মুক্তির লক্ষে আরও একটি গণঅভ্যুত্থানের প্রত্যাশা সিপিবির

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা সিপিবির দ্বাদশ সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স শোষণ থেকে মুক্তির লক্ষে আরও একটি গণঅভ্যুত্থানের প্রত্যাশা করেছেন। তিনি বলেছেন-আগামীর লড়াই বৈষম্যহীন, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে। চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য বাম প্রগতিশীল শক্তিকে ক্ষমতায় আসতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে স্থানীয় শহীদ হাদিস পার্কে সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি, একথা বলেন। তিনি বলে্‌ একবছরে ঐক্যবদ্ধ কমিশনের কাছ থেকে জাতি কিছুই পায়নি। সংস্কারের নামে চার মূলনীতির পরিবর্তনের দিকে এগুচ্ছে বলে তিনি ইঙ্গিত করেন। আর সংস্কার নয় তিনি সরকারের কাছে নির্বাচনের দাবি করেছেন। তিনি ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে প্রহসন বলেছেন। এতে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ ছিলো না। তিনি দুঃশাসনের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাজের জন্য গণতান্ত্রিক সংস্কারের দাবি তোলেন।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ডা. মনোজ কুমার দাশ। বক্তৃতা প্রদান করেন , শ্রমিক নেতা এইচ এম শাহাদাত, অশোক সরকার ও মিজানুর রহমান বাবু। উপস্থাপনায় ছিলেন জেলা সম্পাদক এস এ রশিদ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। এর আগে গণসংগীত পরিবেশিত হয়। উদ্বোধনী পর্ব শেষে নগরীতে লাল পতাকা মিছিল বের হয়।

উল্লেখ্য ২০২২ সালের ২৭ ও ২৮ জানুয়ারি সর্বশেষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন