খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের যুবক সৌরভ দাশ (২২) গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌরভ দাশের নিখোঁজের কথা জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ সৌরভ দাশ ওই গ্রামের উজ্জল দাশের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৪টার দিকে কপিলমুনি বাজারে বাজার করতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সৌরভ স্থানীয় একটি ক্যাটারিং টিমের সাথে যুক্ত ছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার উদ্বেগ প্রকাশ করেছে।
নিখোঁজ সৌরভের কাকা সমীর কুমার দাশ জানিয়েছেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সৌরভ দাশের সন্ধান পান, তবে অনুগ্রহ করে ০১৭৩৪-৮৮৯৭৩২ নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
খুলনা গেজেট/এসএস