যশোরে বিজিবির পৃথক দুটি অভিযানে সোয়া ৫ কেজি ওজনের ৩৬টি স্বর্ণের বারসহ তিনজন পাচারকারী আটক হয়েছে। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৬টায় কোদালিয়া বাজার এবং সকাল সাড়ে ৯টায় তারাগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি।
আটককৃতরা হলো, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩), যশোর শহরের বারান্দিপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬), ঝিকরগাছার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।
আটক ব্যাক্তিদের ম্যানিব্যাগ ও কোমরে লুকানো অবস্থায় ৩৬টি স্বর্ণের বার, ৫টি মোবাইল ফোন, নগদ ৩৫ হাজার টাকা ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, স্বর্ণগুলো ঢাকা থেকে সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণ ও জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, অস্ত্র, মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে। আটক স্বর্ণ যথাযথ আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা ও আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে