Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

যশোর জেনারেল হাসপাতাল থেকে মাদকসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতাল থেকে শাহিনুর ইসলাম (৪১) নামে এক যুবককে মাদকসহ আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালের গার্ডরা আটক করে।

আটক শাহিনুর ইসলাম যশোর শহরের ষষ্ঠীতলাপাড়ার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া ও সহিউদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন রাতে মোটরসাইকেল গ্যারেজের ভেতর গাঁজা ও ইয়াবা সেবনের সময় শাহিনুরকে আটক করে কর্তব্যরত গার্ডরা। এসময় তার কাছ থেকে দুই পোটলা গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, একটি হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, কাঁচি ও কলকেসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন