Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content
বার্তা বিভাগ পরিদর্শনে জেলা প্রশাসক

সংকট, সমস্যা ও সম্ভাবনার গভীরে গিয়ে সবার সামনে উপস্থাপন ‘খুলনা গেজেট’র পক্ষে সম্ভব

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, দৈনিক খুলনা গেজেটের উদ্বোধনী সংখ্যা দেখে মনে হল একটা চিন্তার, বিবেচনার, অনুভূতির গভীরতা এই পত্রিকার মধ্যে আছে। যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। খুলনার সংকট, সমস্যা ও সম্ভাবনার গভীরে গিয়ে সবার সামনে উপস্থাপন করা, আমি মনে করি সেটা খুলনা গেজেটের পক্ষেই সম্ভব। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় খুলনা গেজেটের বার্তা বিভাগ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পত্রিকার রিপোর্টিং, সাংবাদিকদের নতুন ধারা এবং গভীরে যাওয়ার যে উদ্যম, সেটা আমাকে খুবই আশাবাদী করেছে। আমি মনে করি, প্রান্তিক মানুষের কথা, যেসব চিন্তা সামনে আনা দরকার সেগুলো এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হবে। সবচেয়ে বড় বিষয় হলো দক্ষিণবঙ্গের প্রিন্ট মিডিয়ায় এত সুন্দর লে-আউট আমাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, সব মিলিয়ে এই পত্রিকার ঘোষণার (ডিক্লেয়ারেশন) সাথে আমি সম্পৃক্ত থাকায় এটা আমার জন্য এক বিশেষ সুখস্মৃতি। আমার ভালো কাজের মধ্যে এটি স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, যুগ্ম-সম্পাদক দিদারুল আলম, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, মোহাম্মদ মিলন, মো. আনিস উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাগর জাহিদুল, একরামুল হোসেন লিপু, আয়শা আক্তার জ্যোতি, এস শাহারিয়ার, মো. রহমাতুল্লাহ, হাসানুজ্জামান মনি, মো. আব্দুর রহমান শাওন, মো. আশিকুজ্জামান শাওন, নূর মোহাম্মাদ (নবাব), মো. আশিক প্রমুখ।

এছাড়াও খুলনা গেজেটের ম্যানেজার আব্দুল আউয়াল, দেবাশীষ কুমার দে, মোস্তফা কামালসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন