Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ১৭ কিশোর-কিশোরি

বেনাপোল প্রতিনিধি

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন।

কলকাতায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তাদের নাগরিকত্ব যাচাই ও দেশে প্রত্যাবাসনের জন্য ভারত সরকারের কাছে অনাপত্তি সনদ গ্রহণের পর বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন ও বিএসএফের কর্মকর্তারা, বাংলাদেশের শার্শা উপজেলার এসিল্যান্ড, চেকপোস্ট ইমিগ্রেশন, বিজিবি কর্মকর্তারা এবং তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে কিশোর-কিশোরিদের দেশে ফেরত আনা হয়েছে। তারা দেশের পাবনা, গাজীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, নরসিংদী, লক্ষ্মীপুর, খুলনা, নড়াইল, লালমাটিয়া ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এর আগে ভারতীয় পুলিশ বিভিন্ন সময়ে তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে এবং আদালতের নির্দেশে দেড় থেকে ৩ বছরের সাজা দেয়। সাজা শেষে তারা পশ্চিম বাংলার বিভিন্ন শেল্টারহোমে ছিলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টে তাদের হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন