লাল কাপড়ের মঞ্চ আর লাল পতাকা মিছিলের মধ্য দিয়ে দ্বাদশ খুলনা জেলা সিপিবির দুদিনের সম্মেলন আজ থেকে। শহীদ হাদিস পার্কের মিনারে লাল ব্যানার আর লাল পতাকা মিছিলের ব্যতিক্রমী আয়োজনের সম্মেলনে। সম্মেলনের এবারের বার্তা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় শোষণ ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান।
নির্বাচন ও পরবর্তী আন্দোলনের বার্তাও থাকবে কর্মীদের কাছে। সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ ও ২৮ জানুয়ারি। আজ বিকাল চারটায় স্থানীয় শহীদ হাদিস পার্কে। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরদার রহিম হোসেন প্রিন্স প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলন শেষে প্রেসক্লাব অভিমুখে লাল পতাকা মিছিল বের হবে। দুদিনের সম্মেলনের সমাপ্তি হবে আগামীকাল শুক্রবার কাউন্সিল অধিবেশনের মাধ্যমে।
জেলা সিপিবির সভাপতি ডা. মনোজ কুমার দাস ও সাধারণ সম্পাদক এস এ রশিদ সম্মেলন সফল করতে এক প্রচারপত্রে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্মেলন উপলক্ষে প্রচারপত্রে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে।
দাবি সমূহ হলো-
জুলাই গন অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার, সংস্কার করে জাতীয় নির্বাচন, মায়ানমারকে করিডোর দেওয়া যাবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রেশনিং ব্যবস্থা চালু, পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ, রাষ্ট্রের মালিকানায় বন্ধ পাটকল চালু, শৈলমারি সালতা সহ ভরাট নদী খনন, উপকূলের টেকসই বেড়িবাদ নির্মাণ ইত্যাদি।
খুলনা গেজেট/এএজে