Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

কাজীবাছায় উদ্ধার হওয়া বস্তাবন্দি ভাসমান লাশের পরিচয় মেলেনি

নিজস্ব প্রতিবেদক

খুলনার কাজীবাছা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। শরীরে পচন থাকায় সিআইডি এবং র‌্যাবের বিশেষজ্ঞ টিম ফিঙ্গার ম্যাচ করতে পারেনি। বুধবার সকালে লাশের পরিচয় শনাক্ত করতে এসে একজন ফিরে গেছে।

মঙ্গলবার দুপুরের পর বস্তাবন্দি ভাসমান লাশ উদ্ধার হওয়ার পর তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মফিদুলে লাশ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, মঙ্গলবার দুপুরে নদী থেকে লাশ তোলার পর তার পরিচয় শনাক্তের জন্য খুলনা সিআইডি এবং র‌্যাবের বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসেন। কিন্তু লাশের শরীরে ব্যাপক পচন এবং হাতের আঙ্গুলের টিস্যু পচে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। পরবর্তীতে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে রাখা হয়। বুধবার সকালে ওই লাশের পরিচয় জানতে কয়েকজন আসলেও তারা ব্যর্থ হয়ে ফিরে যান। সিআইডি এবং র‌্যাবের প্রচেষ্টা শেষে দুপুরের পরপরই মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। তার পরিবারের সদস্য এবং পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর সোয়া ২ টার দিকে কাজীবাছা নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরবর্তীতে একজন নারী ওই বস্তা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর জরুরি সেবা থেকে বটিয়াঘাটা থানাকে বিষয়টি অবগত করা হয়।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন