Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোবিপ্রবিতে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে নিয়োগ না দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা নবম গ্রেডে ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী ছাড়া কাউকে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ না দেওয়া এবং দশম গ্রেড উন্মুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছেন।

শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবি ছিল: সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে সমানভাবে নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হোক, ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং।  উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বরাদ্দ ১০০% কোটা বাতিল করা হোক, তবে বিএসসি ও এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। “ইঞ্জিনিয়ার” পদবী শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা ব্যবহার করতে পারবেন, অন্য কেউ ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “ডিপ্লোমা ডিগ্রিধারীদের ইঞ্জিনিয়ার পদে নিয়োগের প্রচেষ্টা বিএসসি প্রকৌশলীদের প্রতি অন্যায়।” তারা দ্রুত দাবি পূরণ না হলে মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন