Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

দীর্ঘ ১৮ বছর পর রামপালে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন

রামপাল প্রতিনিধি

দীর্ঘ দুই যুগের পর রামপাল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। স্বৈরাচার সরকারের পতনের পর উৎসবমুখর পরিবেশে এবার নেতাকর্মীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন।

বিএনপির নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে তৃণমূল স্তরের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন চলছে। এর ধারাবাহিকতায় রামপালের ১০টি ইউনিয়নে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। মোট ৭১০ জন কাউন্সিলরও ভোট প্রদান করবেন। প্রার্থীরা জয়ের জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

উপজেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন শেখ হাফিজুর রহমান তুহিন (ছাতা প্রতীক) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী (চেয়ার প্রতীক)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন কাজী জাহিদুল ইসলাম (আনারস প্রতীক), শেখ আলতাফ হোসেন (মোটরসাইকেল প্রতীক) ও গোলাম মোস্তফা কামাল (টিউবওয়েল প্রতীক)। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন চারজন প্রার্থী।

দলীয় কাউন্সিলে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু এবং বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়কারী এম. এ. সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন