যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতি ‘অমীমাংসিত’ বা মীমাংসার অযোগ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি আরও বলেছেন, তেহরান কখনোই ওয়াশিংটনের চাপের কাছে মাথা নত করবে না। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল টানা ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানোর পর তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা স্থগিত করে।
শুক্রবার ইরান ও ইউরোপীয় দেশগুলো আবারও আলোচনায় ফেরার বিষয়ে সম্মত হওয়ার পর খামেনির এ মন্তব্য সামনে এলো। এর লক্ষ্য ছিল তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করার পূর্ণাঙ্গ আলোচনা পুনরায় শুরু করা।
রবিবার খামেনি বলেন, তারা চায় ইরান আমেরিকার প্রতি অনুগত হোক। যারা এমন ভ্রান্ত প্রত্যাশা পোষণ করে, তাদের বিরুদ্ধে ইরানি জাতি সর্বশক্তি দিয়ে দাঁড়িয়ে থাকবে।
তিনি আরও বলেন, যারা আমাদের বলে যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান না দিতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে, তারা শুধু বাহ্যিক বিষয় দেখে। এ সমস্যা অমীমাংসিত।
উল্লেখ্য, ফ্রান্স, বৃটেন ও জার্মানি সতর্ক করেছে যদি ইরান আলোচনায় না ফেরে তবে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করতে পারে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়ার মাধ্যমে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো অভিযোগ করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে তেহরান বলছে, তাদের উদ্দেশ্য কেবল শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন।
খুলনা গেজেট/এনএম