Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৬শে আগস্ট, ২০২৫ । ১১ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে সাপের দংশনে ৪ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলায় বিষধর সাপের দংশনে মুনিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মুনিয়া সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামের কৃষক ও প্রতিবন্ধী কায়েম শেখের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় মুনিয়া ঘরের ভেতরে খেলা করার সময় মেঝেতে লুকিয়ে থাকা সাপ তাকে দংশন করে। প্রথমে বিষয়টি টের না পেলেও কিছুক্ষণ পর অসুস্থ হয়ে বমি শুরু করলে পরিবারের সদস্যরা সাপে দংশনের বিষয়টি বুঝতে পারেন।

পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেয়া হয়। তবে কবিরাজ ঝাড়ফুঁক করেও বিষ নামাতে ব্যর্থ হন। অবশেষে রাত ১১টার দিকে নড়াইল জেলা হাসপাতালে নেয়ার পথে মুনিয়ার মৃত্যু হয়।

বাশগ্রাম ইউনিয়নের চরশালিখা গ্রামের ইউপি সদস্য কাজী সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্ষার কারণে সাপ ঘরের মেঝেতে লুকিয়ে ছিল। শিশুটি খেলার সময় সাপের দংশনের শিকার হয়। স্থানীয় ওঝা বিষ নামাতে না পারায় হাসপাতালে নেয়ার আগেই মারা যায়।”

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন