বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

ইরানে বালোচ বিদ্রোহীদের হামলায় নিহত ৫ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানে বালোচ বিদ্রোহীদের বন্দুক হামলায় অন্তত ৫ জন পুলিশ কর্মকর্তা-সদস্য নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি।

পুলিশ জানিয়েছে, গতকাল ২২ আগস্ট সিস্তান-বালোচিস্তানের ইরানশাহর শহরে দুই টহলরত পুলিশভ্যান লক্ষ্য করে বন্দুক হামলা করে বিদ্রোহীরা। এতে ৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য ঘটনাস্থলেই নিহত হন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে সেই সংখ্যা এখনও জানা যায়নি।

হামলার পর কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।

সিস্তান-বালোচিস্তানের একটি অংশ পড়েছে পাকিস্তানে। পাকিস্তানের ওই অংশটি বেলুচিস্তান নামে পরিচিত। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে পাকিস্তান মুক্ত হওয়ার পরই বেলুচিস্তান ও সিস্তান-বালোচিস্তানে স্বাধীনতা আন্দোলন শুরু করে। তেহরান ও ইসলামবাদ অবশ্য এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদ হিসেবে বিবেচনা করে।

পাকিস্তানে নিয়মিতই সামরিক বাহিনী, পুলিশ ও সরকারি কর্মকর্তা-স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় বালুচ স্বাধীনতাকামীরা। বর্তমানে সেখানে বেশ কয়েকটি গোষ্ঠী এই সংগ্রাম পরিচালনা করছে।

সিস্তান-বালোচিস্তানেও এসব গোষ্ঠী তৎপর। গত জুলাইয়ে সিস্তান-বালোচিস্তানের রাজধানী জাহেদানে ইরানের বিচার বিভাগের একটি ভবনে হামলা চালিয়েছিল বিদ্রোহীরা। সেই হামলায় নিহত হয়েছিলেন ৬ জন, আহত হয়েছিলেন কমপক্ষে ২০ জন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন