সাতক্ষীরায় জলাবদ্ধতার কবলে পড়ে মানবেতর জীবনযাপন করা দুই সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রি অফ লাইফ।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া মাঠপাড়া, উত্তর কাটিয়া, দক্ষিণ কাটিয়া, ৩নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া, মিল বাজার, মাগুরা দাসপাড়া, ৫নং ওয়ার্ডের কুখরালী এবং তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসামনগর ও হরিনখোলা গ্রামের মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ট্রি অফ লাইফের পরিচালক খুরশীদ আলী সুজার তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, ব্যবসায়ী শাহ আলম প্রমুখ।
এ সময় পরিবারগুলোকে খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ কেজি পাটালি গুড়, ১ কেজি আটা, একটি সাবান এবং ১ কেজি কাপড় কাঁচা পাউডারের প্যাকেজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টানা বৃষ্টির কারণে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই জলাবদ্ধতার কবলে পড়ে মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী সহস্রাধিক পরিবার। পানিবন্দী এসব অসহায় পরিবারগুলোর কিছুটা কষ্ট লাঘবে ট্রি অফ লাইফের এটি একটি সামান্য প্রয়াস। পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
খুলনা গেজেট/এসএস