Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ২৩শে আগস্ট, ২০২৫ । ৮ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভৈরব নদে ফেরি-ট্রলার সংঘর্ষ: ২৪ ঘন্টায়ও সন্ধান মেলেনি নিখোঁজ আকাশের

নিজস্ব প্রতিবেদক

ফেরি-ট্রলার সংঘর্ষের ঘটনায় নিখোঁজ আকাশের সন্ধান শুক্রবার রাত ১০টা পর্যন্ত পাওয়া যায়নি। দুপুরের পর নদীতে স্রোত থাকার কারণে নৌপুলিশ উদ্ধার অভিযান বন্ধ করে দেন। তবে শনিবারও ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবরী দল এবং কোষ্টগার্ড মোংলার সদস্যরা নিখোঁজ যুবককের দেহ উদ্ধারে অভিযান চালাবে বলে নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ বলেন, রাত ১০টা পর্যন্ত নিখোঁজ আকাশের কোন সন্ধান পাওয়া যায়নি। তথ্যের জন্য অপেক্ষা করছি। বিভিন্নস্থানে সোর্স লাগানো হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর আশপাশের বিভিন্নস্থানে মাইকিং করা হয়েছে। খুলনা নৌ পুলিশ বিভিন্নস্থানে আকাশের ব্যাপারে তথ্য পাঠিয়েছে। দুপুরের দিকে নদীতে স্রোত থাকার কারনে নদীতে কোন ডুবরী নামতে চায়নি। আজকের মতো নৌপুলিশের উদ্ধার অভিযান শেষ হয়েছে। ওই যুবকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

তিনি আরও বলেন, রাত ১০ টার দিকে ওই যুবক নিখোঁজ হয়েছেন তাকে তো আর ওই স্থানে খুঁজে পাওয়া যাবেনা। তবে ফায়ার সার্ভিস, নৌবাহিনীর ডুবরী এবং মোংলা কোষ্টগার্ডের সদস্যরা নিখোঁজ যুবককে উদ্ধার না হওয়া পর্যন্ত অনুসন্ধান করবে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গত ২১ রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে এক পুরুষ, এক নারী ও এক শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের রূপসা স্টেশনের ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। বৃহস্পতিবার রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে গতকাল শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

উল্লেখ্য বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহি ট্রলার জেলখানা হয়ে সেনেরবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ওই সময়ে বাতাসের কারণে ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিনজন যাত্রী মাঝনদীতে পড়ে যান। বাকীরা ফেরির ওপর উঠে যান। নদী থেকে দু’জনকে উদ্ধার করা গেলেও রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা আকাশকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খুলনা গেজেট/এসএস/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন