Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ২৩শে আগস্ট, ২০২৫ । ৮ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় স্কুলছাত্রী অপহরণকারী নিলয় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ডুমুরিয়ার রামকৃষ্ণপুর গ্রামের নিলয় মণ্ডলকে (২১) নবম শ্রেণীর ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে তাকে নিজ বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শেখ শাহাজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল থুকড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ঢাকার গাজীপুরে নিয়ে যায় রামকৃষ্ণপুর গ্রামের প্রভাত মণ্ডলের ছেলে নিলয় মণ্ডল। সেখানে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে এলাকায় নিয়ে আসা হয় ওই ছাত্রীকে।

গেল ১২ আগস্ট ভিকটিমের মা অপহরণকারী ও তার বাবাকে আসামি করে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর আদালতে মামলার আবেদন করেন। মামলাটি আমলে নিয়ে ডুমুরিয়া থানাকে এজাহার নেওয়ার নির্দেশ দেয় আদালত। শুক্রবার ডুমুরিয়া থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে।

পুলিশ পরিদর্শক শেখ শাহাজাহান জানান, আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে (ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার) ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন