Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

অজিদের বিপক্ষে রেকর্ড সিরিজ জিতলো প্রোটিয়ারা

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও নিজেদের প্রমাণ করল দক্ষিণ আফ্রিকা—ওয়ানডেতে তাদের বিপক্ষে যেন এক অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। ম্যাকেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে লুঙ্গি এনগিদির দুর্দান্ত বোলিংয়ে (৫/৪২) অস্ট্রেলিয়াকে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতল তারা।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা গড়েছিল ২৭৭ রানের সংগ্রহ। শুরুতেই কিছুটা চাপে পড়লেও টনি ডি জর্জি (৪৫) আর ম্যাথিউ ব্রিজকির (৮৮) ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। ব্রিজকি ও ট্রিস্টান স্টাবস (৭৪) চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘোরান। তবে শেষ দিকে হঠাৎ ধস নামায় ৪১তম থেকে ৪৬তম ওভার পর্যন্ত মাত্র ৩১ রানে হারায় চার উইকেট। তাতেই থেমে যায় বড় সংগ্রহের সম্ভাবনা, ২৭৭ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

জবাবে ব্যাট হাতে আবারও ব্যর্থ অস্ট্রেলিয়া। শুরুতেই ট্রাভিস হেড (৮) ফেরেন নান্দ্রে বার্গারের বলে। এরপর এনগিদির শিকার হন মার্নাস লাবুশেন, যিনি আবারও মাত্র ১ রানে ফিরলেন। অধিনায়ক মিচেল মার্শ কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও (১৮), বেশিক্ষণ টিকতে পারেননি।

জশ ইংলিস অবশ্য লড়াই চালিয়ে যান একপ্রান্তে। তাঁর ব্যাটে আসে ৮৭ রান, কিন্তু সঙ্গী পাননি কাউকে। ক্যামেরন গ্রিন (৩৫) বিদায় নিলে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার। নিচের সারিতে এনগিদি ঝলসে ওঠেন। ইংলিশকে ফেরানোসহ গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট তুলে নেন তিনি, আর তাতেই ৩৮ ওভারেই ১৯৩ রানে গুটিয়ে যায় অজিদের ইনিংস।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন