বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বিশ্ব এইডস দিবসে নড়াইলে র‌্যালি ও সভা

নড়াইল প্রতিনিধি

“সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে স্বাস্থ্য বিধি মেনে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে নড়াইলে বিশ্ব এইডস পালিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় এই উপলক্ষে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শামসুল আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ শাহাবুর রহমান, ডাঃ অনিন্দিতা ঘোষ, মোঃ মোল্যা ফুরকান আলী প্রমুখ।

এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন