Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

গোপালগঞ্জে ৬ লাখ টাকার ৭৬ পিস চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ টাকার ৭৬ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত জাল স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে স্থানীয় ঘাঘর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ অপু জানান, ওই বাজারের দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬টি চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ‘দেশীয় মাছ রক্ষায় গত তিন মাসে ৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ বলেন, ‘দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল তৈরী বা বিপননের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন