Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ার ‘ওয়েট মার্কেট’-এ প্রকৃত ব্যবসায়ীরা ঘর পাবেন: ইউএনও

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সদ্য নির্মিত ‘ওয়েট মার্কেট’-এর ঘর বরাদ্দ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। তিনি জানান, আগামী মঙ্গলবার প্রকৃত ব্যবসায়ীদের মধ্যে ঘরগুলো বরাদ্দ দেয়া হবে। এ লক্ষ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আশরাফুল কবির, জামায়াত নেতা মুকতার হুসাইন, মাওঃ সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, শেখ ফরদার হোসেন, মোল্যা মশিউর রহমান, আব্দুল আজিজ, সার্ভেয়ার মিজানুর রহমান, নেপাল দেবনাথ, ছাত্রদলের মনিরুজ্জামান সোহাগ, গরু-মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মোসলেম উদ্দিন, এনামুল খান, সৈয়দ সিরাজ, বাবু খান, কাঁচা বাজার ব্যবসায়ী মতলেব উদ্দিন প্রমুখ।

জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা বরাদ্দে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় ডুমুরিয়া উপজেলা সদরে পুরাতন ট্রলার ঘাট এলাকায় ওয়েট মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটে ৬টি সেডে ৪৬টি ঘর করা হয়েছে। সঠিক বণ্টনের জন্য উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, ‘প্রকৃত ব্যবসায়ীদের মাঝে ঘর বরাদ্দ দেয়া হবে। অন্যদের দিয়ে যারা ব্যবসা করবেন তাদের ঘর দেওয়া হবে না। ঘর পাওয়ার জন্য যেসব আবেদন এসেছে, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। একজন ব্যবসায়ীকে দুই জায়গায় সরকারি ঘর দেয়া হবে না। নতুন মার্কেটে স্থানান্তরিত হলে পূর্বের মার্কেটের দখল ছেড়ে দিতে হবে এবং গরু ও খাসি পৃথক জায়গায় জবাই করতে হবে।’

প্রকল্পের সুপারভিশন ইঞ্জিঃ মোঃ মিলন হোসেন জানান, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনাসহ চার জেলায় ডুমুরিয়া সহ পাঁচটি উপজেলায় ওয়েট মার্কেট নির্মাণের জন্য মোট ১০ কোটি টাকা বরাদ্দ হয়। ডুমুরিয়া সদরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ৬টি সেড বিশিষ্ট আধুনিক ওয়েট মার্কেট নির্মাণ করা হয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন