Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুরি মামলায় ১ জন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গেজেট ডেস্ক

গত বছরের ২৪ ডিসেম্বর রাতে নগরীর মুহসিন মোড়সংলগ্ন সাতক্ষীরা রোডের গার্লস স্কুল গেটের পূর্ব পাশে অবস্থিত ব্যাটারি ঘর নামের দোকানের তালা ভেঙে প্রায় ৮৫ হাজার টাকার মালামাল চুরি হয়। চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল ১০ সেট ভ্যান-রিকশার নতুন ব্যাটারি, ৩৫ পিস পুরাতন ব্যাটারি এবং নগদ ২৫ হাজার টাকা।

ঘটনার প্রেক্ষিতে বাদী জাহিদুল ইসলামের দায়ের করা এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের সনাক্ত করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন নওয়াপাড়া কচাতলা এলাকায় অভিযান চালিয়ে ইমদাদুল আকন (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইমদাদুল জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং সহযোগী আসামিদের নাম প্রকাশ করে। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পলাতক আসামিদের গ্রেপ্তার ও চোরাই মালামাল উদ্ধারের অভিযান চলমান রয়েছে। খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন